বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী গভীর জঙ্গল থেকে শুক্রবার চার রোহিঙ্গা সন্দেহভাজন ‘সন্ত্রাসী’কে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নুর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) ও মো. খায়রুল আমিন (১৯)।
র্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের উদ্দেশ্যে বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন জঙ্গলের রাবার বাগানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে র্যাব-১৫ ওই এলাকায় নজরদারি বাড়ায়। শুক্রবার দুই সন্দেহভাজন ব্যক্তিকে লাকড়ির বোঝা নিতে দেখে র্যাব। এ সময় পালানোর চেষ্টা করার সময় দলটির চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, একটি পিস্তল, একটি স্টেনগান, পাঁচটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই রোহিঙ্গা নাগরিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি