সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স। গতকাল সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।
আটকদের একজন রাজধানীর সূত্রাপুরের রূপচান লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী। সকাল ১০টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।
আটক অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে আজ সন্ধ্যায় পর্যন্ত তিনি ছাড়া পাননি।
জানা গেছে, জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকায় আসেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে হাইকোর্টে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। যে কোনো ধরনের বৈধ অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ আইনত নিষিদ্ধ।
আরও পড়ুন
সাবেক মন্ত্রী বাহাদুরের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ, সন্দেহভাজন লেনদেন ৭৪ কোটি
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত
জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা