April 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 13th, 2025, 1:12 pm

‘অস্বাস্থ্যকর’ বাতাসে বায়ুদূষণের পঞ্চমে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চমে অবস্থান করছে রাজধানী ঢাকা। প্রথম থেকে চতুর্থ স্থানে রয়েছে চীনের চারটি শহর।

আজ রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, ২৯১ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে চীনের গোয়াংজু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেংদু ও চংকুইং শহরের স্কোর যথাক্রমে ২২০ ও ২০৪।

এই তিন শহরের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। রোববার সকাল ৯টায় বৈশ্বিক সূচকে শহরগুলোর অবস্থান।

১৯৩ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে রয়েছে চীনের আরেক শহর চিংজিং। আর ১৭৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ এই দু’শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।