অনলাইন ডেস্ক :
অ্যামাজন প্রাইম ভিডিও ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’- এর শুটিংয়ের ব্যস্ত রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গোয়াতে শুটিং করতে গিয়ে আহত হন অভিনেতা সিদ্ধার্থ। সেলফি তুলে সেই ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন সিদ্ধার্থ। এই ওয়েব সিরিজের সঙ্গেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে রোহিত এবং সিদ্ধার্থের। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে চোট পান সিদ্ধার্থ। পরিচালক রোহিতের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘অ্যাকশন হিরো সত্যিকারের ঘাম, সত্যিকারের রক্তের সমান! রোহিত স্যার গোয়াতে কিছু চরম অ্যাকশন সিকোয়েন্সের জন্য ক্যামেরায় কাজ করছেন।’ যদিও অভিনেতার চোট খুব সামান্য, তাই চিন্তার কোনও কারণ নেই অনুরাগীদের। সিরিজের প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!