অনলাইন ডেস্ক :
অক্ষয় কুমার ও কৃতী স্যানন অভিনীত সিনেমা ‘বচ্চন পান্ডে’। কিছুদিন আগে প্রকাশিত হয় অক্ষয় কুমারের লুক, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার প্রকাশিত হলো ফারহাদ সামজি পরিচালিত এ সিনেমার ট্রেইলার। তিন মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যরে এ ট্রেইলারে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন অক্ষয় কুমার। সিনেমাটিতে তাকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। অন্যদিকে কৃতী স্যাননকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। ট্রেইলারে একাধিক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে।
বচ্চন পান্ডেকে নিয়ে কৃতী একটি সিনেমা বানাতে চান। তার সঙ্গী আরশাদ ওয়ারশি। অনেক চেষ্টার পর কোনরকমে বচ্চন পান্ডের কাছে পৌঁছান তারা। কিন্তু সর্বশেষ কী এ সিনেমা বানাতে পারবেন কৃতি? এ প্রশ্নের উত্তর মিলেনি ট্রেইলারে। অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করেছেন। ২ ঘণ্টার মধ্যে যাতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ১৮ লাখ। অসংখ্য ইতিবাচক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কৃতি-অক্ষয় ছাড়াও এতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জয় মিশ্রা, অভিমন্যু সিং প্রমুখ। আগামী ১৮ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!