January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 7th, 2022, 9:00 pm

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

অনলাইন ডেস্ক :

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির টেস্ট থেকে ছিটকে গেছেন কামিন্স। অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি। কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ। কামিন্সের জায়গায় টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার স্কট বোল্যান্ড। পার্থে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন কামিন্স। দ্বিতীয় টেস্ট সামনে রেখে মঙ্গলবার দলের ফিজিও নিক জোন্সের কাছে ফিটনেস পরীক্ষা দেন তিনি। ৪০ মিনিট রানিং করলেও, বোলিং করেননি কামিন্স। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলেছে, ‘ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেনি কামিন্স। দলের মেডিকেল স্টাফদের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি। ব্রিজবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ফিরতে পারেন কামিন্স। ’ পার্থে সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের বড় ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অসিরা। এখন পর্যন্ত ১১৭টি টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। অসিদের জয় ৫৯টি, ওয়েস্ট ইন্ডিজের জয় ৩২টি। ২৫টি ড্র ও ১টি ম্যাচ টাই হয়।