May 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 24th, 2021, 7:26 pm

অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন ইত্তেফাক আইটি সম্পাদক মোজাহেদুল ইসলাম

 

স্টাফ রিপোর্টার 

করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে ‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক ইত্তেফাক এর আইটি সম্পাদক মোজাহেদুল ইসলাম । “বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে ৫০০০ কোটি টাকার তহবিল গঠনের দাবি” এমন প্রতিবেদনের জন্য তিনি এ অ্যাওয়ার্ড পান। করোনা মোকাবিলা করে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে বড় অবদান রাখছে তথ্যপ্রযুক্তি। তাই এই খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আগামী বাজেটে ৫০০০ কোটি টাকার তহবিল গঠনের দাবি জানানো হয়।প্রতিবেদনে এসব বিষয় উঠে আসে।

আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এই অনুষ্ঠানে গণমাধ্যমের ৩০ কর্মীর মধ্যে এই
অ্যাওয়ার্ড দেয়া হয়। ২০২১ সালের ২৪ জানুয়ারী  রোববার বিকেল ৩টায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের উপস্থিতিতে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, করোনাকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সঙ্কট ও দুরবস্থার কথা তুলে ধরেছেন, তুলে এনেছেনে বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনার তথ্য।

সাংবাদিকদের সাধুবাদ জানিয়ে মন্ত্রী স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহবান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ায় বলে মানুষ গণমাধ্যমের ওপর নির্ভর করে তাই গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহবান জানান তিনি।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, সত্যের উদঘাটনে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় বিভিন্ন চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ পেরিয়ে সংবাদকে মানুষের কাছে তুলে ধরেন তারা। করোনাকালে সেই চ্যালেঞ্জ মোকাবিলার উদাহরণ তৈরি করেছেন তারা।