অনলাইন ডেস্ক :
মামলায় হেরে গিয়েও আলোচিত জনি ডেপ এর প্রাক্তন বান্ধবী অ্যাম্বার হার্ড। তবে জরিমানার টাকার জন্য এখন নিজের প্রিয়সব জিনিস বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে গণমাধ্যম যখন বারবার জনি ডেপকে জিজ্ঞেস করছেন যে অ্যাম্বারের জরিমানা আপনি মওকুফ করবেন কী না। এ প্রশ্ন এড়িয়ে যান জনি। কারণ গত কয়েকমাস যে পরিমাণ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, সেখানে জনি কোনোভাবে ক্ষমা করতে নারাজ অ্যাম্বারকে! কারণ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনি ডেপকে। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইল দেখে এমনটাই মনে করা হচ্ছে। ইমেইলে ২০১৬ এর একটি ঘটনার কথা উল্লেখ করা আছে যখন পুলিশের কাছে একটি ফোন কল গিয়েছিল। সেই কলে ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। দাবি করেছিলেন ডেপের বাড়ি থেকেই ফোন করেছেন তিনি। জনি ডেপের লিগ্যাল টিম অ্যাডাম ওয়াল্ডম্যান, বেন চিউ ও ক্যামিলি ভাসকুয়েজের মাঝে আদানপ্রদান হওয়া এই মেইলে ২০১৬-এর সেই ঘটনাটিকে মিথ্যা বলা হচ্ছে। এবং বলা হয়েছে, ডিভোর্স লয়্যারের সঙ্গে আলোচনা করে কাহিনি সাজিয়ে পুলিশকে ফোন করেছিলেন অ্যাম্বার। অ্যাম্বারের এই অভিযোগে জনি ডেপের সুনাম, অর্থ, ক্যারিয়ার সব হারাতে হয়।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল