বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বানানো ড্রোনের একটি রেপ্লিকা বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের হাতে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে ছবি:
স্টাফ রিপোর্টার: লালমনিরহাটে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বানানো ড্রোন উড্ডয়ন দেখলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ড্রোন উড্ডয়ন করা হয়।
এর আগে ড্রোন নির্মাণ কার্যক্রম বিষয়ে বিস্তারিত তথ্য–উপাত্ত উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল।
এ সময় সাইফুর রহমান বকাউল বলেন, আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস (এআইএএ) ১৯৯৬ সাল থেকে প্রতিবছর ডিজাইন অ্যান্ড ফ্লাইয়ের (ডিবিএফ) ওপর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সূচনালগ্ন থেকে এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ বছরের ৬ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবনী বিমানের নকশা, নির্মাণ ও উড্ডয়নের চ্যালেঞ্জ গ্রহণ করে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন। এই প্রতিযোগিতার জন্য একটি ড্রোনের নকশা করা হয়েছে, যা পে-লোডের সঙ্গে অন্য একটি গ্লাইডারকে বহন করবে। গ্লাইডারটির কোনো নিজস্ব ইঞ্জিন ছাড়াই তার অ্যারোডাইনামিকস বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচালিত হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য খাতে ব্যবহৃত হতে পারে। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনের কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে দুটি প্রোটোটাইপ ড্রোন আবিষ্কার করা হয়েছে, যার ট্যাক্সি টেস্ট ও ফ্লাইট টেস্ট শেষ হয়েছে।
২০১৯ সালে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এর স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের হাড়িভাঙ্গা বিমানবন্দর এলাকায়।
আরও পড়ুন
নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?
এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেক্সিমকো টেক্সটাইলস – কারখানা বন্ধ, সব শ্রমিক ছাঁটাই