রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এর জেরে দুপুরে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মুখোমুখি অবস্থানে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু তারা না সরলে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক জানান, ‘রোববারের একটি ঘটনার জের ধরে দুই কলেজের শিক্ষার্থীরা আজও মুখোমুখি হয়। পুলিশ তাদের সরাতে গেলে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।’
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলও বাধাগ্রস্ত হয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড: ‘এটা বাংলাদেশ নয়’, তীব্র সমালোচনার মুখে ডানপন্থি নেতা ভেনতুরা
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ
বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত