July 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 17th, 2025, 4:36 pm

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে  রংপুরে বৃষ্টিকে উপেক্ষা করে রংপুর মহানগর যুবদল বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মহানগরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে টাউন হল পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক ওয়াহিদ মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, “বর্তমান সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা গভীর উদ্বেগজনক। অথচ অন্তবর্তীকালীন সরকার এ বিষয়ে নির্লিপ্ত ভূমিকা পালন করছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, “ভদ্রতা কখনো দুর্বলতা নয়।রংপুর মহানগর যুবদল এবং বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় ও অটল।জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা সরকারের অব্যবস্থাপনা ও দমন-পীড়নের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ