জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় এটিকে “লোক দেখানো” উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ সনদ স্বাক্ষর কেবলই প্রতারণা, যা জুলাইয়ের সঙ্গে অন্যায় আচরণ।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশন যদি আলোচনার জন্য আহ্বান জানায়, তাহলে এনসিপি তাতে সাড়া দেবে। তবে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।
প্রতীক ইস্যুতে তিনি জানান, ‘শাপলা’ হবে এনসিপির নির্বাচনী প্রতীক, এবং এই প্রতীক নিয়েই দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়টি এনসিপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান নাহিদ। এমনকি জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও দলের সন্দেহের কথা তুলে ধরেন তিনি।
জুলাই সনদ স্বাক্ষর না করার সঙ্গে বাম দলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে নাহিদ বলেন, এনসিপির সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে গণঅভ্যুত্থানের পক্ষে এবং গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে গতকালের অনুষ্ঠানে অংশ নিইনি।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকাগামী ৯টি ফ্লাইট গেল চট্টগ্রাম ও সিলেটে : শাহজালাল বিমানবন্দরে আগুন
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি
শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: বেবিচক