December 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 5:08 pm

আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

 

গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় বিদেশি আইনজীবী চাইলো সালমান ও আনিসুলের পক্ষে আইনজীবীরা

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেদের আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

অপরদিকে, মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে আগামী ১৭ ডিসেম্বর নতুন দিন ধার্য করা হয়।

এদিন সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি শুরুতেই বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন জানান মনসুরুল হক চৌধুরী। ট্রাইব্যুনাল জানায়, এ বিষয়ে পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে। এ সময় উভয়পক্ষের মধ্যে যুক্তিতর্কও উপস্থাপিত হয়।

পরে সাংবাদিকদের তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়, এরপর বিষয়টি বার কাউন্সিলে পাঠাতে হয়। সেখান থেকে সম্মতি পাওয়া গেলে বিদেশি আইনজীবী নিয়োগে আর কোনো বাধা থাকে না। আমরা আবেদন করেছি, প্রসিকিউশন আপত্তি জানিয়েছে—আইন পর্যালোচনা করে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবেন।

গত ৪ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল-১ তা আমলে নেয়।

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়কার এক ফোনালাপে সালমান এফ রহমান ও আনিসুল হক ‘কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে’—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা অডিও পেয়েছে। ওই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় বলে দাবি প্রসিকিউশনের।

তাদের ভাষ্য, এই বক্তব্য হত্যাকাণ্ডে সরাসরি উসকানির ভূমিকা রেখেছে।

গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

এনএনবাংলা/