October 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 5:02 pm

আইন নয়, মনোভাব বদলেই গৃহকর্মীর সুরক্ষা সম্ভব: শিরীন পারভীন

 

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেছেন, গৃহকর্মীর অধিকার শুধু আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নয়, মানুষের মনোভাব ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমেও সুরক্ষা করা সম্ভব।

শনিবার (২৫ অক্টোবর) এফডিসিতে অনুষ্ঠিত ‘আইন করে নয়, মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নেটস বাংলাদেশ ও এডুকেশন আউট লাউড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

শিরীন পারভীন হক বলেন, গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে হলে শুধুমাত্র আইন প্রণয়ন যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে বাস্তবে তাদের সুরক্ষা নিশ্চিত করা অনেক সহজ হবে। তিনি আরও যোগ করেন, “গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের সামাজিক ও আইনগত স্বীকৃতি প্রদান করবে। তবে কেবল আইন প্রণয়নের মাধ্যমে তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, শিশু, নারী ও গৃহকর্মীদের জন্য আলাদা একটি ন্যায়পাল গঠন করলে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। আন্দোলন শুধুমাত্র শ্রমিকদের মজুরির জন্য নয়, তাদের মর্যাদার সুরক্ষার জন্যও হতে হবে।

নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে অ-প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবীদের জন্য ১৬টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। তবে এ খাতে বেতন কাঠামো সংক্রান্ত কোনো সুপারিশ করা হয়নি বলে তিনি জানান।

শিরীন পারভীন হক মনে করেন, যদি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে গৃহকর্মীদের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি থাকে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গৃহকর্মী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে মানবিক রাষ্ট্র গড়া সম্ভব নয়।

এনএনবাংলা/