অনলাইন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। লিটন-তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। আইপিএলে আগামী আসরের নিলামের জন্য সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৪০৫ জন ক্রিকেটারের। ভারতের ২৭৩ এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৩২ জন। আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের