January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 14th, 2022, 7:50 pm

আইপিএলের চূড়ান্ত নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। লিটন-তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। আইপিএলে আগামী আসরের নিলামের জন্য সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে ৪০৫ জন ক্রিকেটারের। ভারতের ২৭৩ এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৩২ জন। আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।