January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 8:31 pm

আইপিএলের সবচেয়ে দামি নারী ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

আইপিএলের আদলে ভারতে শুরু হতে যাচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। গত সোমবার নিলাম হয়ে গেছে। যাতে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ভারতের জাতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। আগেই ধারণা করা হয়েছিল, ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ওপেনার স্মৃতি মোটা অঙ্কের অর্থই পাবেন। নিলামের শুরুতেই তাকে তিন কোটি ৪০ লক্ষ রুপিতে দলে নেয় বেঙ্গালুরু। গত সোমবার নিলামের শুরুটাই হয়েছিল স্মৃতি মন্ধানাকে দিয়ে। নিলাম শেষে দেখা যায়, সবচেয়ে বেশি দাম দিয়ে কেনা হয়েছে ভারতের নারী দলের সহ-অধিনায়ককেই। তার দাম পাকিস্তান সুপার লিগের সবচেয়ে দামি ক্রিকেটারদের চেয়েও বেশি। পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে নিলাম হয় না। সেখানে ক্রিকেটারদের দাম নির্ধারণ করে দেওয়া হয়। সেই লিগে বাবর আজম পান ভারতীয় মুদ্রায় দেড় কোটির মতো। শোনা যাচ্ছে, বেঙ্গালুরু দলের অধিনায়ক করা হতে পারে স্মৃতি মান্ধানাকে। তার পাশাপাশি বেঙ্গালুরু দলে আরো তিন ক্রিকেটার কোটিপতি হয়েছেন। তারা হলেন পশ্চিমবঙ্গের রিচা ঘোষ (এক কোটি ৯০ লক্ষ রুপি), অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি (এক কোটি ৭০ লক্ষ রুপি) এবং ভারতীয় পেসার রেণুকা সিং (এক কোটি ৫০ লক্ষ রুপি)। মেয়েদের আইপিএল শুরু হবে ৪ মার্চ থেকে। ফাইনাল হবে ২৬ মার্চ। দল গঠন নিয়ে বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন বলেন, ‘স্মৃতি এবং পেরি সুপরিচিত ক্রিকেটার। আমরা এমন কিছু ক্রিকেটার নেওয়ার ব্যাপারে লক্ষ্য স্থির করে ফেলেছিলাম। এমন প্রতিভাবান ক্রিকেটার দলে পেয়ে আমরা খুশি। স্মৃতির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। সেই সঙ্গে এখানকার কন্ডিশন সম্পর্কেও সেই সবচেয়ে ভালো জানে।’