March 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 12th, 2025, 1:47 pm

আইপিএল শুরুর আগেই শঙ্কায় ১২ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:
আঙুলের কড়ে গোনা সময়ে শুরু হবে আইপিএল। তার আগে দুশ্চিন্তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। তারকা ক্রিকেটারদের কেউ চোটে পড়ছেন, কেউ সরিয়ে নিচ্ছেন নাম। কিছু খেলোয়াড়ের বদলি নিয়ে নিলেও ঘাটতি থেকেই যাচ্ছে। চোটের সেই তালিকায় আছেন জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্সের মতো বড় নাম।

আগামী ২২ মার্চ শুরু হবে কুড়ি কুড়ির মহারণ। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের। তার আগে লম্বা হয়েছে চোটের তালিকা।

চোটে পড়ে আইপিএলে শঙ্কায় আছেন যারা—

জশ হ্যাজলউড: মেগা নিলামে অস্ট্রেলিয়ান এই তারকাকে ১২ কোটি ৫০ লক্ষ টাকা দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তাকে হয়ত আইপিএলে পাবে না আরসিবি। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাঠে নামতে পারেননি।

জাসপ্রিত বুমরাহ: ভারতের অন্যতম বোলিং মায়েস্ত্রকে নিয়ে বড় শঙ্কা। ১৮ কোটি টাকায় তাকে রিটেন করে মুম্বাই ইন্ডিয়ান্স। পিঠের চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। আইপিএলের প্রথম দুই সপ্তাহে তার না থাকা আপাতত নিশ্চিত।

এনরিখ নর্তজে: কলকাতা নাইট রাইডার্স ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় প্রোটিয়া পেসারকে। তার পিঠে চোট রয়েছে বলে খবর। যদিও ইতোমধ্যে নাইট শিবিরে যোগ দিয়েছেন গতির এই বোলার।

জেরাল্ড কোয়েটজি: দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজিকে মেগা নিলাম থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় গুজরাট টাইটানস। হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে কোয়েটজির।

মিচেল মার্শ: মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। তবে পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি। শঙ্কায় আছে আইপিএল খেলা নিয়েও।

মায়াঙ্ক যাদব: লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব পিঠের চোটের জন্য আইপিএলের প্রথমার্ধে মাঠে নামতে পারবেন না বলে খবর। মায়াঙ্ককে এবার ১১ কোটি টাকায় রিটেন করে এলএসজি।

আল্লাহ গজনফর: আফগান স্পিনারকে ৪ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মেরুদণ্ডে চোট রয়েছে বলে আইপিএলে মাঠে নামতে পারবেন না গজনফর। তাঁর বদলে মুজিব উর রহমানকে দলে নেয় মুম্বাই।

লকি ফার্গুসন: আইএল টি-টুয়েন্টিতে চোট পেয়েছিলেন। সেই কারণে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে যান লকি ফার্গুসন। কিউই পেসারকে এবছর ২ কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব কিংস।

প্যাট কামিন্স: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি কামিন্স। আইপিএলের শুরু থেকে সানরাইজার্স দলনায়ক ফুল ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত।