অনলাইন ডেস্ক :
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাছাড়া বিগত ২০২১ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটিতে বেশ দাপট দেখিয়েছে তারা। কিন্তু এরই মাঝে ভারতকে দুঃসংবাদ শুনতে হলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের একটি পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। ধীর গতির ওভাররেটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ধীর গতির প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হচ্ছে। সেঞ্চুরিয়ান টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল ভারত। ফলে তাদের এখন এই শাস্তির মুখে পড়তে হলো।
আরও পড়ুন
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
নারী ফুটবলারদের পাশে দাঁড়ান, তাঁরা নিজেরাই জেতেন না, জেতান দেশকে
বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন