অনলাইন ডেস্ক :
অপেক্ষার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। গত তিন মাসে দ্বিতীয়াবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সী ব্যাটসম্যান হ্যারি ব্রুক। গত ডিসেম্বরেও তিনি আইসিসির মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন। এ ছাড়া মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার। মাসের সেরার লড়াইয়ে ব্রুকের সঙ্গে ছিলেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোটি। ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে সিরিজ সেরা হয়েছিলেন হ্যারি ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে পিংক বল টেস্টে দুই ইনিংসেই ফিফটি করে হন ম্যাচসেরা। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ১ রানে অবিশ্বাস্য জয়ের ম্যাচে ১৭৬ বলে ২৪ চার আর ৫ ছক্কায় খেলেন ক্যারিয়ারসেরা ১৮৬ রানের ইনিংস। এক বিবৃতিতে হ্যারি ব্রুক বলেছেন, ‘তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন। বছরটা ভালোভাবে শুরু হলো। আশা করি, সামনের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রাখতে পারব।’ মেয়েদের ক্রিকেটে মাসের সেরা অ্যাশ গার্ডনার অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের নায়িকা। অফ স্পিনে ১০ উইকেটে শিকারের পাশাপাশি সেমি-ফাইনাল ও ফাইনালে ৩১ ও ২৯ রানের কার্যকর দুটি ইনিংস খেলে জিতে নিয়েছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি