অনলাইন ডেস্ক :
মাঠের খেলায় গেলো বছরটা দুর্দান্ত পার করেছেন মেহেদি হাসান মিরাজ। ২০২২ সালে ব্যাট বল দুটোতেই দুর্দান্ত সময় কাটিয়েছেন মিরাজ। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ এবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন টাইগার অলরাউন্ডার। ২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬, রয়েছে ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি আর একটি ফিফটিও। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। মিরাজ বাদে বাংলাদেশের আর কেউ জায়গা পাননি আইসিসির একাদশে। এদিকে, টি-টোয়েন্টির পর ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এছাড়া, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড থেকে দুজন করে জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শ্রেয়াস আইয়ার, শাই হোপ, টম ল্যাথাম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, সিকান্দার রাজা, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা