অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫৯ রানে হারের ম্যাচটিতে স্বাগতিক দলটিকে শাস্তি দিয়েছে আইসিসি। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানার পাশাপাশি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে প্রোটিয়াদের একটা পয়েন্টও কাটা হয়েছে। গত বুধবারের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর স্বাগতিক ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটা যাওয়ায় বেশ বিপদেই পড়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, পয়েন্ট খোয়ানোয় ভারতে অনুষ্ঠিতব্য আগামী ওয়ানডে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে গেল। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা আছে ৯ নম্বরে। নিয়মানুযায়ী স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা