অনলাইন ডেস্ক :
বিগত আগস্ট মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এর আগে তিনি দুইবার সেরা তিনে মনোনয়ন পেয়েছিলেন। অবশেষে তৃতীয়বার এসে স্বীকৃতি পেলেন। আগস্ট মাসের সেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটার হলেন ভারতের জাসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের শাহীন আফ্রিদি। তাদের দুইজনকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হলেন টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান এই ব্যাটসম্যান। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন রুট। প্রথম তিনটি ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে রানের বন্যা বইয়ে দেন। কেবল আগস্ট মাসে তার ব্যাট থেকে এসেছে ৫০৭ রান। যার পুরস্কার পেলেন হাতেনাতে। সমর্থকরাও তাকে সেরা নির্বাচিত করতে ভুল করেননি। সেরা খেলোয়াড় নির্বাচক প্যানেলের বিচারক দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি বলেন, অধিনায়কের দায়িত্ব ও প্রত্যাশা কাঁধে নিয়ে রুট যেভাবে সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছে তা সত্যিই দুর্দান্ত ছিল। একই সঙ্গে সে নিজেও আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল নিয়েছে। এছাড়া নারী ক্রিকেটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইয়মেয়ার রিচার্ডসন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর