অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি। সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন নাসুম। নাসুমের রেটিং পয়েন্ট এখন ৬৩৭। তা ছাড়া বোলারদের র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন মুজিব উর রহমান। মুজিব নেমে গেছেন আটে, সাতে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া। যথারীতি শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। ব্যাটারদের র্যাংকিংয়ে ছয় ধাপ এগোলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন এই ব্যাটার। ২৭ নম্বরে রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের সুবাদে এগোলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’