January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:50 pm

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বেয়ারস্টো

অনলাইন ডেস্ক :

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জুন মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো। স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলে জুনের সেরা খেলোয়াড় হন বেয়ারস্টো। গেল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি টেস্ট খেলেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের ছয় ইনিংসে ৩৯৪ রান করেন তিনি। এরমধ্যে ১৩৬, ১৬২ ও অপরাজিত ৭১ রানের ইনিংসও ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩৯৬ রান করেন রুট। ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি ছিল রুটের ব্যাটে। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে ফর্মের তুঙ্গে ছিলেন মিচেল। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৫৩৮ রান করেন মিচেল। এদিকে, নারী বিভাগের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। সেরার লড়াইয়ে সতীর্থ শাবনিম ইসমাইল ও ইংল্যান্ডের ন্যাট সিভারকে পেছনে ফেলেন ক্যাপ।