July 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 5th, 2025, 7:38 pm

আওয়ামী দাপটে সর্বত্র ছিলো দুর্নীতি লুটপাট ও দলীয়করণ: প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা তৃণমুল পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আওয়ামী আমলে তারা চরম নিগৃহীত ও অবজ্ঞার শিকার হয়েছে। আওয়ামী দাপটে স্থানীয় সরকার কাজ করতে পরে নাই । সর্বত্র ছিলো দুর্নীতি লুটপাট ও দলীয়করণ।

আজ (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ।

আজ সকালে হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে হালুয়াঘাট উপজেলা ইউপি মেম্বারস এসোসিয়েশন এর সভাপতি সায়েদুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার ১২ ইউনিয়নের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী ও দলীয় প্রভাবমুক্ত রাখতে কাজ করবে । প্রত্যেক ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা যাতে নিজ নিজ এলাকায় জনগণের কল্যানে কাজ করতে পরে , এমন পরিবেশ সৃষ্টি করবে ।

তিনি বলেন আওয়ামী নেতাকর্মীরা স্থাণীয় সরকারকে কুক্ষিগত ও জবর দখল করে এসব প্রতিষ্ঠানকে দুর্নীতি লুটপাটের আখড়ায় পরিনত করেছিল । প্রশাসন সেখানে স্বাক্ষী গোপাল ছিলো ।

বিএনপি সেই পরিস্থিতির পরিবর্তন করতে চায় । জনগণের গণতন্ত্রের মূল ভিত্তি স্থানীয় সরকারকে অবজ্ঞা, অবহেলায় রাখলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না । বিএনপি ইউপি সদস্যদের তাদের দায়ীত্ব পালনের অধিকার ফিরিয়ে দেবে । দুঃখ, বেদনা , কষ্ট ভুলে ইউপি সদস্যদের প্রতি দায়ীত্ব পালনে মনোনিবেশ করার আহবান জানান।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আবদুল হই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, চেয়ারম্যন শফিকুর রহমান, চেয়ারম্যন ইঊনূস খান ,সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান এবং ইউপি সদস্যদের মধ্যে ভুবনকুড়া ইউনিয়নের আজিজুল হক, রাশিদা আক্তার, নেকবর আলী, যুগলী ইউনিয়নের আবু তালেব, সদর ইউনিয়নের জাহঙ্গীর আলম, গাজীরভিটা ইউনিয়নেরসুলতান উদ্দিন, নাজমা খাতুন, শকুয়াই ইউনিয়নের বিল্লাল হোসেন, মাহমুদা আক্তার , নড়াইল ইউনিয়নের বোরহান উদ্দিন , দেলোয়রা বেগম , ধারা ইউনিয়নের আশরাফুল আলম, নাসরিন আক্তার , ধুরাইল ইউনিয়নের আবুল হাশেম, এমদাদ হোসেন , মনোয়ারা বেগম, আমতৈল ইউনিয়নের আবদুল মালেক, স্বদেশী ইউনিয়নের নিজাম উদ্দিন বক্তব্য রাখেন ।