October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 3:14 pm

আওয়ামী দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো ধরনের আঁতাত নেই। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারলে আওয়ামী দোসররা এ ধরনের কর্মকাণ্ডে সাহস পেত না। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাদের প্রেতাত্মারা দেশে সক্রিয় হচ্ছে এবং বিদেশের মাটিতেও অপতৎপরতা চালাচ্ছে।

দুদককে সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অর্থ লুটপাটকারীদের টাকা উদ্ধার করতে পারেনি, বিচারও করতে ব্যর্থ হয়েছে। তাদের কার্যক্রম অদৃশ্য, অথর্ব অবস্থায় রয়েছে।

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করা হয়েছে— এমন খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার আখ্যা দেন রিজভী।

ষড়যন্ত্র এখনও চলমান দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আহ্বান জানান, তৃণমূলের মাধ্যমে দলকে আরও সুসংহত করতে হবে, যাতে জনগণ ধানের শীষে ভোট দেয়।

 

এনএনবাংলা/