August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 7:43 pm

আওয়ামী ফ্যাসিবাদের সময় নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে স্মারকলিপি

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট পৌরসভায় আওয়ামী ফ্যাসিবাদের সময় মাস্টার রোলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে সংক্ষুব্ধ সচেতন নাগরিকরা। সোমবার দুপুরে পৌরসভার প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. রেজা স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তৎকালীন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নানা অনিয়মের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। তার সহধর্মিণী, আত্মীয়-স্বজন, ভাই-বোনসহ দলীয় দোষরদেরও চাকরি দিয়েছেন, যা নিয়মবহির্ভূত। নিয়োগপ্রাপ্তরা পৌরসভাকে নিরাপদ আশ্রয় বানিয়ে নানা ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়েছে।

এতে আরও বলা হয়, ৫ আগস্ট ২০২৪-এ ফ্যাসিবাদের বিরোধিতা করা আন্দোলনের সময় যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাও এখনও চাকরিতে বহাল আছেন। তাই পৌরসভার স্বচ্ছতা ও সুশাসন ফিরিয়ে আনতে তাদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

এসময় সংক্ষুব্ধ সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, নূরজাহান হ্যাপী, সাইদুল ইসলাম, হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, নিজাম উদ্দিনসহ প্রায় দুই শতাধিক মানুষ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহা: সবুর আলী বলেন, বিষয়টি পৌর পরিষদের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

এস  এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।