জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানো বা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনটি আয়োজিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে।
নাহিদ বলেন, “যদি বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনকে রাজনীতির অংশ হিসেবে গ্রহণ করে, তবে তা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশের পূর্ণগঠনের জন্য কাজ করুন। তখনই বিএনপি তরুণদের সমর্থন পাবে।”
তিনি আরও বলেন, “একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, অন্যদিকে কিছু রাজনীতিক তাদের নির্বাচনে ফেরানোর চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের প্রচেষ্টা জনগণ ব্যর্থ করে দেবে এবং যারা এতে যুক্ত হবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে।”
নাহিদ ইসলাম উল্লেখ করেন, “জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা ৩৬ জুলাই ও ৫ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছিল। সেই রায় স্পষ্ট করে দেয় যে, বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদীদের রাজনৈতিক স্থান থাকবে না। তাদের অপকর্মের জন্য বিচার প্রয়োজন।”
তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আওয়ামী লীগ ও মুজিববাদ বিষয়ক প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ফলপ্রসূ বিচার নিশ্চিত করতে পারি এবং দেশের অস্থিতিশীলতা সৃষ্টির সব ষড়যন্ত্র রুখে দিতে পারি।”
নাহিদ আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে আওয়ামী লীগ বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। এর আগে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হত্যার নীলনকশা তৈরির চেষ্টা করা হয়েছিল। উপদেষ্টা মাহফুজ আলমের লন্ডন ও আমেরিকায় সফরের সময়ও তার ওপর হামলার চেষ্টা হয়েছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আখতার হোসেন ও ড. তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “এই হামলা ও ষড়যন্ত্রে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্বে ব্যর্থ হয়েছে।”
নাহিদ ইসলাম শেষ করে বলেন, “ড. ইউনূস আমাদের সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেখানে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার ও প্রশাসনের। কিন্তু তারা তার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
এনএনবাংলা/
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের দ্রুত গ্রেপ্তার চান নাহিদ
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
দেশি-বিদেশি চক্রান্ত রুখে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের