May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 11th, 2025, 3:12 pm

আওয়ামী লীগের কার্যক্রম  নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে  আনন্দ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনায় ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে  আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা ।
রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১ টায় জেলার জুলাই যোদ্ধা ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে  শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ  মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জিরো পয়েন্ট পাচুর মোড়ে  গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন,ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক  মোস্তাকিম মিল্লাত জিম, মূখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন, মাহী সহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদ ‌শক্তি যাতে ‌দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ করার পাঁয়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।