November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 3:02 pm

আওয়ামী লীগের নেত্রীও নেই, তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: আমীর খসরু

 

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনী প্রতিযোগিতার বাইরে, এমনকি তাদের নেত্রীও নেই—তাই তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই।

বুধবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি আইনশৃঙ্খলার বিষয়। প্রত্যাশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেবে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই এবং তাদের নেত্রীও অনুপস্থিত, তাই তাদের কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা উদ্বেগের কারণ নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনী প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে। তাদের কার্যক্রমও নিষিদ্ধ। তাই তারা সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে—এমন আশঙ্কা আমরা করি না। বর্তমানে সারাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে, কোনো উৎকণ্ঠা নেই। তবে আওয়ামী লীগ ছাড়াও কেউ সহিংসতা ঘটাতে পারে—সে কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও দৃঢ় অবস্থানে থাকতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অগ্রগতির বিষয়ে তিনি জানান, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আমরা নির্বাচনের প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া এবং সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছি। এখন পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়েছে বলে আমরা মনে করি।

জুলাই সনদ নিয়ে আমীর খসরু বলেন, আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এরপরও যদি নতুন কোনো বিষয় তোলা হয়, তা আমাদের বোধগম্য নয়।

তিনি আরও জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচনের সময়সূচি অনুযায়ী ভোট অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা অব্যাহত রেখেছে এবং তাদের পক্ষ থেকে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি।

এনএনবাংলা/