February 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 5th, 2025, 11:49 pm

আওয়ামী লীগের প্রচারপত্র বিলি: রাজশাহীর সেই যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে ভাঙচুর

 

আওয়ামী লীগের প্রচারপত্র বিলির জেরে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে গত সোমবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

এরপর গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি কালভার্টের ওপর তার স্বামী অহিদুর রহমানকে (৪৫) মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়। অহিদুর রহমান আওয়ামী লীগের কোনো পদে নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তার ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। পরে মঙ্গলবার বিকেলে এক দল লোক এসে মৌসুমীর বাড়ি ভাঙচুর করে।

মৌসুমী রহমানের বাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার বলেন, তারা ২০০ থেকে ২৫০টি মোটরসাইকেল নিয়ে অভিযানে গিয়েছিলেন, কিন্তু মোটরসাইকেল থেকে নামেননি। এমনকি মৌসুমী রহমানের বাড়িও চিনেন না বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। দলের পদ না থাকলেও তিনি একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী। মৌসুমী রহমানের বাড়ি ভাঙচুরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেনি।

সূত্র: প্রথম আলো