বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় নানা দৌড়ঝাঁপ করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “জামায়াত সব সময় আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখনো তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কৌশল করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লালসায় ইসলামের মৌলিক নীতির বাইরে অবস্থান নিচ্ছে তারা।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই জামায়াত নভেম্বরে গণভোটের দাবি তুলেছে। শর্ত জুড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো মাস্টারপ্ল্যান আছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, “সাধারণ মানুষ পিআর বা গণভোট সম্পর্কে জানে না। যারা নভেম্বরে গণভোটের দাবি তুলছে, তারা আসলে শর্ত জুড়ে বিভ্রান্তি তৈরি করে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়।”
এনএনবাংলা/
আরও পড়ুন
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা
‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’— ইনুকে সাহস দিলেন দীপু মনি
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে: জি এম কাদের