December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 24th, 2025, 7:06 pm

আওয়ামী লীগে যোগ দিয়ে ‘গর্বিত’ বিএনপি নেতা ফয়জুল করিমকে বহিষ্কার

ছবি: বিবিসি বাংলা

 

কিশোরগঞ্জে আলোচনায় আসা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিমকে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি জানান, ‘আওয়ামী লীগে যোগদান করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডভোকেট ফয়জুল করিমকে ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

ফয়জুল করিম বিএনপির আগের কমিটির সহ-দপ্তর সম্পাদক, বর্তমান পৌর বিএনপির সদস্য এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, বুধবার (২২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক লাইভে এসে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লাইভে ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি দেশে ফিরবেন—এই বিশ্বাস থেকেই আমি আওয়ামী লীগে যোগ দিয়ে গর্বিত।’

তিনি আরও দাবি করেন, ‘৫ আগস্টের পর যে পরিবর্তনের স্বপ্ন মানুষ দেখেছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। সেই প্রবণতা ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

উল্লেখ্য, ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা. আবু আহমদ ফজলুল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এনএনবাংলা/