কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবির টিম তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) এবং গাজীপুর টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।
ডিবি জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত ছিলেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।
এনএনবাংলা/
আরও পড়ুন
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা-ভাঙচুর
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত
গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনের বিরুদ্ধে অব্যাহতি