আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর তেজকুনিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা।
গোলাপের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।
গোলাপ মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিনি ।
—-ইউএনবি
আরও পড়ুন
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার
সোনালী ব্যাংকের সাবেক সাত কর্মকর্তাসহ ১১ জনের কারাদণ্ড
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন