নিউজ ডেস্ক:
উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা থেকে দীর্ঘ ১০ বছর পর অব্যাহতি পেয়েছেন বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক প্রখ্যাত এ্যানেস্থেশিওলজিষ্ট ডা. মোঃ ফজলুর রহমান মজুমদার।
জানা গেছে, আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে ২০১৫ সালের ২৮ জানুয়ারি রাত ১০ টায় কুমিল্লা টাওয়ার হসপিটালের অপারেশন থিয়েটারে চিকিৎসা প্রদান অবস্থা হতে ডা. মো. ফজলুর রহমান মজুমদার, এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) – ডি.এ কে গ্রেফতার করা হয়। তিনি সদর দক্ষিণ কুমিল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিভিল সার্জনের প্যানেলভুক্ত প্রার্থী ছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের তথাকথিত সুবিধাবাদী কতিপয় দূর্নীতিবাজ চিকিৎসক কর্মকর্তার যোগ-সাজশে সম্পূর্ণ বিনা কারণে তাকে এ্যারেষ্ট করে সারারাত ডিবি কার্যালয়ে অমানবিক নির্যাতন চালানো হয়।
২৯ জানুয়ারি,২০১৫ দুপুর বেলায় বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক ও দেশের প্রথম ডিগ্রিধারী এ্যানেস্থেশিওলজিষ্ট ডা. ফজলুর রহমান মজুমদারকে প্রধান আসামী করে কারাগারে প্রেরণ করা হয়। উক্ত মামলায় আরো যাদের কে আসামী করা হয় তারা হলেন – সেন্ট্রাল মেডিকেল কলেজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ, শিশু বিশেষজ্ঞ জনাব ডাঃ জহিরুল আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহব্বায়ক জনাব মো: উৎখাতুল বারি আবু, মোঃ নিজাম উদ্দিন কায়সার, জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, কাউন্সিলর মো: মোশারফ হোসেন, ও কাউন্সিলর মো: একরামুল হক বাবুসহ মোট ২৪ জন। উল্লেখ্য যে, একই তারিখ হতে ডা. মো. ফজলুর রহমান মজুমদারকে চাকুরী হইতে অব্যহতি প্রদান করে সকল সুযোগ-সুবিধা হইতে বঞ্চিত করে রাখা হয়।
৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বিদায় এবং ন্যায় বিচারের সুফল হিসাবে প্রায় ১০ বছর পর গত ২৩ অক্টোবর, ২০২৪ দীর্ঘ শুনানীর পর আদালত মামলার সকল আসামীদেরকে অব্যাহতি প্রদান করেন।
ডা. ফজলুর রহমান মজুমদারকে জনপ্রশাসন মন্ত্রণালয় – ১৬সেপ্টেম্বর- ২০২৪, প্রজ্ঞাপনের স্মারক নম্বর- ০৫.০০.০০০০.১৩১.০০.১৭২.২৪. ৬৫০ আলোকে সরকারি চাকুরী সকল সুযোগ-সুবিধা ফিরিয়ে দেয়ার জন্য কুমিল্লার সর্বস্তরের চিকিৎসক নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রতি তিনি আহবান জানান।
এ ন্যাককার জনক ঘটনার সাথে জড়িত বিগত ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানিয়েছন ডা. মোঃ ফজলুর রহমান মজুমদার।
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব মোস্তাফিজ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন শামছুল আলম
চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি