সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবছর প্রকৃত অর্থেই পড়ালেখা করে শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। ফ্যসিবাদী আওয়ামী আমলের মতো গণ হারে নাম্বার বা জিপিএ ৫ বা গণ পাশের নির্দেশনা ছিলো না বলে হয়ত পাশের হার কম, তবে এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধা মুল্যায়িত হয়েছে। রাজনৈতিক কারণে গণহারে নাম্বার ও জিপিএ ৫ সহ পাশের হার বেশী দেখিয়ে কৃতিত্ব নেয়ার প্রবণতা বিগত ফ্যসিবাদী আওয়ামী আমলে ছিল। সে কারণে সামগ্রিকভাবে মেধার অবমূল্যায়ন হয়েছিল।
তিনি আজ (৯আগষ্ট) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে এবছর এসএসসি ও সমমানের পরিক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আড়ম্বড়পূর্ণ এই মেধা সংবর্ধনার অয়োজনে হালুয়াঘাট বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহ্ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামীলীগের আমলে সস্তা জিপিএ-কেন্দ্রিক স্কুলশিক্ষার মাধ্যমে জাতিকে ভেতর থেকে ধ্বংসের আয়োজন করা হয় । গণহারে নম্বর দেওয়া, জিপিএ-৫ এর বাম্পার ফলন ও গণপাসের প্রকল্পের মাধ্যমে শিক্ষা খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। শিক্ষাকে ক্লাসরুম থেকে উঠিয়ে দেয়া হয়েছিল। অতিমাত্রায় রাজনীতি ও বাণিজ্যিকরণ ও দিবস কেন্দ্রিক করা হয়েছিল।
তিনি আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এর মাশুল দিচ্ছে আমাদের সন্তানেরা। আওয়ামী লীগ শিক্ষা কারিকুলামে নীতি আদর্শহীন, অনৈতিক ও মেধাহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখলের পর থেকেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস, প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় নকলের সুযোগ করে দিয়েছে। একটি দেশের শিক্ষাক্রম অনুকরণ করে নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। গোটা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেই শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে। এই কারিকুলাম একমুখী শিক্ষা হওয়ার ফলে বহুমুখী শিক্ষা হারিয়ে যাচ্ছে।
যে সরকারের আমলে খাতায় না লিখেও পাশ করিয়ে দেয়া হয়, সেই সরকারের নীতিতে শিক্ষার গুণগত মান কখনোই উন্নত হবে না। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রশ্ন ফাঁস ও নকল বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এনেছিলেন। শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ভাবতে কষ্ট হয়,আমার দেশের ছেলে-মেয়েদের বই তৈরি হতো পার্শ্ববর্তী দেশে। গুণগত শিক্ষা না পেলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে না। তাহলে এই শিক্ষার মূল্য কী? সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ না পেলে পুঁথিগত বিদ্যা দিয়ে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। তারা দেশের ছেলে-মেয়েদের গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি।
এসময় অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন প্রকৌশলী লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, বিশিষ্ট শিক্ষাবিদ জ্ঞোতিষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, জামায়াতে ইসলামী হালুয়াঘাট এর আমীর মোয়াজ্জেম হোসেন মাস্টার, হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর সরকার, ধুরাইল আলীম মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর সরকার, সাংবাদিক হাতেম আলী, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী আফরিনা খানম রিনভী, রিদুয়ান ইসলাম, অভিভাবক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আবু হাসনাত বদরুল কবীর, ধন্যবাদ জ্ঞাপন করেন নাঈমুর আরেফিন পাপন। বক্তব্য শেষে এমরান সালেহ প্রিন্স কৃতি শিক্ষর্থীদের ক্রেস্ট ও অর্থ প্রদান করেন ।
এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আমরণ অনশন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক