January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 7:26 pm

আকস্মিক বাস ধর্মঘটে কুষ্টিয়া-মেহেরপুর রুটের যাত্রীদের দুর্ভোগ

ফাইল ছবি

বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে রবিবার সকাল থেকে কুষ্টিয়া ও মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন লাভলু জানান, অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে রবিবার কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে কোনো বাস মেহেরপুরের উদ্দেশে ছেড়ে যায়নি।

এদিকে, হঠাৎ করে জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী।

ভুক্তভোগীদের একজন যাত্রী মরিয়ম সুলতানা জানান, সাধারণ ভাড়া ১৩০ টাকা হলেও ধর্মঘটের কারণে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুর যেতে তাকে অতিরিক্ত ১৫০ টাকা খরচ করতে হয়েছে।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু জানান, শনিবার মেহেরপুরের বামুন্দি এলাকায় ঢাকাগামী এক বাসে যাত্রী তোলা নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বাস চালকরা রবিবার সকাল থেকে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, তবে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

—-ইউএনবি