January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:17 pm

আক্রমণে মনোযোগী বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বাহরাইনের কাছে ২-০ ব্যবধানে হারের পরদিন অনুশীলনে বাড়িতে কিছু যোগ করলেন হাভিয়ের কাবরেরা। এতদিন রক্ষণ নিয়েই বেশি কাজ করলেও আজকের অনুশীলনে দ্রুত গতির ‘প্রতি আক্রমণ’ নিয়ে কাজ করেছেন এই স্প্যানিশ কোচ। নিজেদের রক্ষণ সামলে তাড়াতাড়ি আক্রমণে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের কৌশল শেখাচ্ছেন তিনি। আগামীকাল শনিবার এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। বাংলাদেশের মত তুর্কমেনিস্তানও হার দিয়ে শুরু করেছে বাছাই। স্বাগতিক মালয়েশিয়ার কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে। বাহরাইন ম্যাচে রক্ষণ কিছুটা জমাট থাকলেও দ্রুত প্রতি আক্রমণে যেতে পারেনি বাংলাদেশ দল। তাই অনুশীলনে এটা নিয়েই বেশি কাজ হয়েছে আজ। সেই সঙ্গে সেটপিসে কীভাবে নিজেদের পজিশন ঠিক রাখবে সেটা নিয়েও কাজ চলছে জানান দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমরা জানি আমাদের থেকে প্রতিপক্ষরা কতটা শক্তিশালী এবং কোন পর্যায়ের দল। তাই এই দিকটাতেই আমরা মনোযোগ দিচ্ছি যে, আমরা সবসময় লো ব্লকে থেকে খেলব এবং খেলার আরও উন্নতি করব। শুধু নিচে নেমে রক্ষণ সামলানোই নয়, আমরা চাচ্ছি দ্রুত প্রতিআক্রমণে উঠতে, যেটা আপনারা বাহরাইনের বিপক্ষে ম্যাচে দেখেছেন। আমরা চাই, অনেক খেলোয়াড় আক্রমণে অংশগ্রহণ করুক। ‘তুর্কমেনিস্তান ম্যাচে আরও সুসংগঠিত আক্রমণে উঠার পরিকল্পনা করছে বাংলাদেশ দল। দলের এই সহকারী কোচ আরও বলেন ‘আমরা জানি তুর্কমেনিস্তান শক্তিশালী দল, তাদের খেলোয়াড়দের শারীরিক গঠন প্রায় বাহরাইনের খেলোয়াড়দের মতো। এ কারণে সেট-পিস নিয়ে কাজ করেছি, আরও করব। মার্কিংয়ে আমাদের উন্নতি হয়েছে, এ দিকে আরও কাজ করতে হবে। শুধু ফরোয়ার্ড লাইন নয়, আমরা চাইছি দ্বিতীয় লাইন থেকে খেলোয়াড় উঠে গিয়েও যেন আক্রমণে অংশ নেয়। প্রতিপক্ষকে সারপ্রাইজ করতে চাই, সুইচ করে আক্রমণে উঠব। ‘বাহরাইন ম্যাচে রক্ষণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন হাভিয়ের কাবরেরা। তবে নিজেদের পারফরম্যান্স আরও উন্নতি করতে হবে মনে করছেন ইয়াসিন আরাফাত। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় রক্ষণভাগের এই খেলোয়াড় বলেন, ‘পরের ম্যাচের জন্য আমরা তৈরি হচ্ছি। একজন ডিফেন্ডার হিসেবে বলব, বাহরাইনের বিপক্ষে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। পরের ম্যাচে আরও ভালো করার সুযোগ আমাদের আছে। গত ম্যাচে আমরা সেট-পিসে গোল হজম করেছি, এ ছাড়া রক্ষণে জমাট ছিলাম। সব মিলিয়ে দল কমপ্যাক্ট ছিল, কিন্তু সেট পিসে গোল খেয়েছিৃকী করার আছে। ‘তুর্কমেনিস্তান ম্যাচে ভাল করতে হলে পারফরম্যান্সে উন্নতির বিকল্প নেই বলছেন ইয়াসিন, ‘পরের ম্যাচে যদি ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের আরও ভালো করতে হবে। (বাহরাইন ম্যাচের পর) কোচ সবকিছু ইতিবাচক হিসেবে নিয়েছেন। তিনি বলেছেন, ওরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল, স্বাভাবিকভাবে আধিপত্য করবে, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, প্রথমার্ধে সেভাবে পারিনি। দ্বিতীয়ার্ধে পেরেছি। যদি দ্বিতীয়ার্ধের মতো পারফরম্যান্স প্রথমার্ধে করতে পারতাম, তাহলে ভিন্ন কিছু হতে পারত। মালয়েশিয়া-তুর্কমেনিস্তানের খেলা আমরা দেখেছি। ওদের শক্তি, দুর্বলতা খুঁজে বের করে সে অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং খেলার চেষ্টা করব। আগামীকাল শনিবার তুর্কমেনিস্তান এবং মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।