নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা সোমবার জাতিসংঘ আয়োজিত আইএমএফের সোশ্যাল বিজনেস বিষয়ক বৈঠকে বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি অনুষ্ঠানে অংশ নেন। এদিন প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা তিনি ছাড়াও আরও দুজন ব্যক্তিকে প্রদান করা হয়েছে।
এ সময় শফিকুল আলম আরও বলেন, ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। সেখানে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য দেশ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি যোগ করেন, বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করা, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আসিয়ানভুক্ত হওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলাপ হয়। শফিকুল আলম বলেন, “সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি। আলোচনায় যে বিষয়গুলো এসেছে, সেগুলো তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪.৭৯ শতাংশ