নিজস্ব প্রতিবেদক:
বিয়েটা হচ্ছে শিগগিরই- এমনটাই জানিয়েছিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। পাত্র গীতিকার মহসীন মেহেদী। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে হয়েছিল বাগদান। এরপর আগস্টের শেষ সপ্তাহে হলো বিয়ে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা জানালেন একেবারেই ঘরোয়া ও ছোট পরিসরে হয়েছে শুভ কাজটি। তিনি বলেন, ‘বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। যেহেতু শোকের মাস আগস্ট। তাই সে মাসের বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা।’ জানান, বিয়েতে দুই পরিবারের চারজনের মতো অতিথি উপস্থিত ছিলেন। শিগগিরই তারা নতুন বাসাতে উঠবেন। অন্যদিকে, ন্যানসি বলেছিলেন বিয়েটা খুব ধুমধাম করে করতে চান। করোনার পরিস্থিতির কারণে সেটা আপাতত হয়নি। বললেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার আছে।’ জানা যায়, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। সেটি প্রণয়ে গড়ায় সম্প্রতি। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম