অনলাইন ডেস্ক :
২০১৯ সালের পর আবারও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালের অক্টোবররের পর কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ ‘এ’ দল। ২০১৯ সালের অক্টোবরে শ্রীলংকার মাটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। অবশেষে প্রায় তিন বছর খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২০ সালের পর প্রথমবার ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও। সিরিজকে সামনে রেখে গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। চার দিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের লড়াই শুরু হবে। ৪ আগস্ট থেকে প্রথম চারদিনের ম্যাচ। ১০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে। ১৬ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ১৮ ও ২০ আগষ্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়াতে। এদিকে ২০২৩ সালেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিডব্লুআই।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের পূর্ণাঙ্গ সূচি
৪-৭ আগস্ট : প্রথম চারদিনের ম্যাচ, সেন্ট লুসিয়া
১০-১৩ আগস্ট : দ্বিতীয় চারদিনের ম্যাচ, সেন্ট লুসিয়া
১৬ আগস্ট : প্রথম ওয়ানডে ম্যাচ, সেন্ট লুসিয়া
১৮ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সেন্ট লুসিয়া
২০ আগস্ট : তৃতীয় ওয়ানডে ম্যাচ, সেন্ট লুসিয়া
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম