অনলাইন ডেস্ক :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামীকালের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা হবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী।
এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দেশবিরোধী অপশক্তিকে নির্মূল করতে ১৪ দলীয় জোট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি আনোয়ারুল
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০
তফসিলের পর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে অনুমোদনহীন আন্দোলন