November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 8th, 2021, 1:26 pm

আগামীকাল থেকে নাটোরে ৭ দিনের কঠোর লকডাউন

জেলা প্রতিনিধি:

আগামীকাল বুধবার (৯ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (০৭ জুন) রাত ১১টায় করোনা সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সোমবার দিবাগত রাত সোয়া ১টার নাটোরের জেলা প্রশাসক মোহামদ শাহরিয়াজ লকডাউনের ঘোষণা দেন।

তিনি জানান, লকডাউন চলাকালে জরুরি পণ্য সরবরাহ চালু থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে নাম, এছাড়া বাইরে গেলে মাস্ক পরিধান বাধ্যতামূলক। আজ (০৮ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যেখানে শনাক্তের হার ৬৭ দশমিক ৩০ শতাংশ। তার আগের দিন এই হার ছিল ৫১ শতাংশ।

নাটোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০১ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। সোমবার বিকেলে পর্যন্ত আক্রান্ত লোকজনের মধ্যে সদর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪৫ জন।