January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 6th, 2025, 12:56 am

আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ৭ জানুয়ারি মঙ্গলবার লন্ডনের উদ্দেশে রওনা হবেন। রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ শেষে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, জনগণের সবচেয়ে প্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। সম্ভবত রাতের ফ্লাইটে তিনি যাত্রা করবেন। আজ আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করতে এসেছি এবং তাকে শুভেচ্ছা জানিয়েছি।

বিএনপি মহাসচিব জানান, তারা খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামে পুনরায় নেতৃত্ব দিতে পারেন। বাংলাদেশের মানুষেরও এটাই প্রত্যাশা।

তিনি আরো বলেন, আমরা তার যাত্রার সাফল্য কামনা করছি। আশা করছি, সুচিকিৎসা শেষে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার বিষয়ে দল ও পরিবারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছিল। আগামী ৭ জানুয়ারি তার এই বহু প্রতীক্ষিত যাত্রা বাস্তবায়িত হতে যাচ্ছে।