September 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 4th, 2025, 12:08 am

আগামী নির্বাচনের আগে আরও দুটি সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে। যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ সিক্যুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আসাদুজ্জামান রিপন বলেন, গত ১৫ বছরে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়— এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ— সবার মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

শেখ হাসিনার পতন অনিবার্য ছিল— মন্তব্য করে তিনি বলেন, গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মিটিংয়ে আমি বলেছিলাম, শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন।

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

এনএনবাংলা/