November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:39 pm

আগামী নির্বাচনে তারুন্যের ভোট দেশকে নতুন র্বাতা এনে দেবে ঃ -এটিএম আজাহারুল ইসলাম

রংপুর ব্যুরো:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রর্াাথী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন- আগামী নির্বাচনে তারুন্যের ভোট দেশকে নতুন র্বাতা এনে দেবে। আমি এই এলাকা থেকে নির্বাচিত হলে জনগনের আমানত সঠিক ভাবে পৌঁছে দেব।

গতকাল শনিবার তিনি বদরগঞ্জে বিশাল মটরসাইকেল শোভাযাত্রার প্রাক্কালে একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শাহাপুর মাঠ থেকে আয়োজিত মটরসাইকেল শোভাযাত্রার পুর্বে প্রধান অতিথির বক্তবে এটিএম আজাহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব সফল পরিনতির জন্য জাতীয় নির্বাচনের পর্বে গনভোট দিতে হবে।

এটিএম আজাহারুল ইসলাম আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য জনগনকে আহবান জানিয়ে বলেন জামায়াতে ইসলামী সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য সব আসনে সৎ মানুষদের মনোয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষন বঞ্চনা মুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গড়বে।

মটরসাইকেল শোভাযাত্রায় জামায়াতে ইসলামী রংপুর জলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, পৌর আমীর মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, যুব বিভাগের সভাপতি মাসুদ রানা অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।

মটরসাইকেল শোভাযাত্রাটি বদরগঞ্জ উপজেলার স্থানীয় শাহাপুর মাঠ থেকে যাত্রা শুরু করে উপজেলার শ্যামপুর, গোপালপুর ইউনিয়ন, লোহানীপাড়া ইউনিয়ন, নাগের হাট, কালুপাড়া ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, রামনাথপুর ইউনিয়ন, ট্যাক্সেরহাট বাজার হয়ে উপজেলা সদরে শেষ হয়।