October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 6:00 pm

আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ  করবে এনসিপি,অন্য কোন অপশন নেই- নাটোরে সারজিস আলম

নাটোর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবেন। শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোন অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।

আজ সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র নাটোর জেলা সমন্বয় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় সারজিস আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ ভাবে কারও সাথে নির্বাচন করবেন কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।

এরআগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সকল জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটি কমিটি দিবে এনসিপি।

এসময় সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াস সহ অন্যান্যেরা। এসময় সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।