ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, দেশের ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি ধরা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ব্যবস্থা “ক্যাচমেন্ট এরিয়া” হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনে সংখ্যা সামঞ্জস্য করা হবে।
উল্লেখযোগ্যভাবে, ইসির খসড়া তালিকায় আগে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। এর আগে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি।
তবে কেন্দ্র বাড়লেও এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে— আগের নির্বাচনে যেখানে ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল, এবার তা নেমে এসেছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টিতে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের স্বস্তি
জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ জনের