অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সকল কর্মকাণ্ডের ভিত্তি হলো আইনশৃঙ্খলা। যদিও শুরুতে কিছু সমস্যা ছিল, এখন পরিস্থিতি অনেক ভালো। পুলিশ নিজেকে গুছিয়ে তুলতে পেরেছে এবং সংহত হয়েছে। আগামী নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটি বড় পরীক্ষা হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার কথার উল্লেখ করে তিনি বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে আদর্শ নির্বাচন। সেই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে পরাজিত কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তা প্রতিরোধ করতে হবে। ভালোভাবে নির্বাচনের আয়োজন করা হলে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর সহজ হবে।
তিনি আরও বলেন, দুটি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন: শিক্ষা ও স্বাস্থ্য। বৈদেশিক দেশে এই খাতগুলিতে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থায় নেই। সরকারের প্রয়াসে এই স্বল্প সময়ে ৩ হাজার ডাক্তার ও ৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এই খাতের বাজেটও বৃদ্ধি করা হয়েছে। আগামী বছর এর সুফল দেখা যাবে। কিছু প্রকল্পও শুরু হয়েছে, যা পরবর্তী সরকার ধরে রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।
আলু রপ্তানি নিয়ে তিনি বলেন, বিষয়টি সহজ নয়। বিশ্বের মাত্র কয়েকটি দেশ নিয়মিত আলু আমদানি করে। কখনও কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ অতিরিক্ত আলু আমদানি করে থাকে, কিন্তু বেশিরভাগ দেশ আমদানি করে না।
কৃষক পর্যায়ে বিদেশে মানবসম্পদ রপ্তানির বিষয়ে উপদেষ্টা বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই দক্ষতা অর্জন করা প্রয়োজন। দক্ষ না হলে বেতন কম পাওয়া যায়। আমাদের দেশের মানুষ যথাযথ দক্ষতা অর্জন না করায় বিদেশে কম বেতন পান। তবে দক্ষ হয়ে বিদেশে গেলে যেমন নার্সের পদে চাকরি করলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ জনশক্তি রপ্তানি করা হলে দেশের জন্য তা লাভজনক হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর উদ্যোগ নেবে।
প্রাণিসম্পদ সম্পর্কিত বিষয়ে তিনি উল্লেখ করেন, রংপুরে অনেক দেশি গরু পালন করা হয়, যার মাংস অত্যন্ত সুস্বাদু। এই ধরনের গরুর মাংসের চাহিদা ঢাকাসহ দেশের বড় শহরে ভালো। প্রাণিসম্পদ বিভাগ এ বিষয়ে উদ্যোগ নিতে পারে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার লন্ডন যেতে পারেন
১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন রোববার
চলে গেলেন বিখ্যাত জ্যাম্বস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রযোজক বাবুল